ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শরীয়তপুর, মাগুরা, লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের ইউপি নির্বাচন এবং কিশোরগঞ্জে পৌরসভা নির্বাচন ৩১ অক্টোবর

প্রকাশিত : ১৩:১৫, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:১৫, ২৮ অক্টোবর ২০১৬

শরীয়তপুর ও মাগুরার ৩টি এবং লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ৩১ অক্টোবর। একই দিন হবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনী এলাকাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রার্থীদের প্রচারণায় মুখর লালমনিরহাটের বিলুপ্ত ৫৭টি ছিটমহলের ৮টি ইউনিয়নের পাড়া-মহল্লা। ১০ হাজারেরও বেশি ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। তাই তাদের আনন্দটাও অন্যরকম। এদিকে ভোটারদের মন জয় করতে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। আর নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচনী কর্মকর্তা। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন ও আলাওলপুর ইউনিয়নে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্র“তিও। এদিকে মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সমানতালে প্রচারণা চালাচ্ছেন। এই ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৪২১ জন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায়ও চলছে জমজমাট প্রচারণা। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তোলার প্রতিশ্র“তি দিচ্ছেন তারা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা নির্বাচনী কর্মকর্তা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি