ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস ২৪০ বছরের পুরনো

প্রকাশিত : ১১:০২, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:০২, ৩ নভেম্বর ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস ২৪০ বছরের পুরনো। জর্জ ওয়াশিংটন থেকে বারাক ওবামা- প্রত্যেকেই বিশ্বের সামগ্রিক রাজনীতি ও অর্থনীতির পালাবদলের ভূমিকায় আলোচিত এবং সমালোচিত। বিশ্বজুড়ে বিতর্কিতও হয়েছেন অনেক প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রয়েছে নানা রকম ঘটনাও। সময়টা ১৭৮৯ সাল। বৃটিশ ঔপনিবেশিক শক্তির হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে আনার পর মার্কিনীদের প্রথম প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের প্রবাদপুরুষ জর্জ ওয়াশিংটন দুই দফায় ছিলেন দেশের প্রেসিডেন্ট। এখন পর্যন্ত মার্কিনীরা পেয়েছে ৪৪ জন প্রেসিডেন্টের নেতৃত্ব। এদের অনেকেই দেশের সীমানা পেরিয়ে, পৃথিবীর ইতিহাসেও স্বমহিমায় উজ্জ্বল-আলোচিত-সমালোচিত। ক্রীতদাস প্রথা উচ্ছেদের কারণে আব্রাহাম লিঙ্কন এখনো জগদ্বিখ্যাত, তেমনি টমাস জেফারসন বর্ণবাদের বিরুদ্ধে কথা বলা প্রথম প্রেসিডেন্ট। তিন দফায় মার্কিন প্রেসিডেন্ট থাকাদের তালিকায় সবার আগে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নাম; এছাড়া জন এফ কেনেডি, রোনাল্ড রিগ্যান এখনো অনুসরণীয় আদর্শ। কুখ্যাত হয়ে আছেন এমন প্রেসিডেন্টের সংখ্যাও কম নয়। রিচার্ড নিক্সন- যিনি কিনা কেলেঙ্কারির জন্য পদত্যাগ করতে বাধ্য হন। গৃহযুদ্ধের জন্য দায়ী ফ্রাঙ্কলিন পিয়ের্স, আর আব্রাহাম লিঙ্কনের অমর কীর্তি ধ্বংস করার কুখ্যাতি রয়েছে অ্যান্ড্রু জনসনের। এছাড়া বিতর্কিত নীতিসহ বিভিন্ন কারণে সবচেয়ে আগ্রাসী ও যুদ্ধবাজ হিসেবে নাম জর্জ ডব্লিউ বুশের। পাশ্চাত্যের ভোট ব্যবস্থা বিশ্বজুড়ে রোল মডেল হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে বেশ কয়েকবার।  ১৮০০, ১৮২৪, ১৮৭৬, ১৮৮৮ সালের নির্বাচনসহ ২০০০ সালেও অভিযোগ উঠে কারচুপির। এবারের নির্বাচনে ট্রাম্প ও হিলারি’র মধ্যে জনমত জরিপের ব্যবধান বেশ আলোচিত শেষ বেলায়। এ ধরণের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে- ১৮৭৬, ১৯১৬, ১৯৪৮, ১৯৭৬ সালের মূল নির্বাচনে মাত্র কিছু ভোটের ব্যবধানে হেরে যেতে হয়েছে একজনকে। এমনকি ২০০০ সালের নির্বাচনে বুশের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান ছিলো মাত্র ৫টি ইলেক্টোরাল কলেজ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি