ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশিত : ২২:২৩, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ২২:২৩, ৫ মার্চ ২০১৬

euপরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন করে দেশটির ১২টি প্রতিষ্ঠান ও ১৬ জন ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে দেশটির আমদানি ও রপ্তানি কার্যক্রম আরো কঠোর হবে। এতে দেশটির অর্থনীতি আরো সংকুচিত হয়ে পড়বে। সম্প্রতি নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া পরমাণু বোমা ও রকেট উৎক্ষেপণ করে। এ কারণে দেশটির ওপর নিষেধাজ্ঞা বাড়ায় জাতিসংঘ। এরই প্রেক্ষিতে গেলো তিনদিন ধরে দেশটির একটি জাহাজ আটকে রেখেছে ফিলিপাইন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি