ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

প্রতিবছর শিক্ষার্থীদের একটি বড় অংশ ভর্তি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

প্রকাশিত : ০৯:৩৪, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ১২ ডিসেম্বর ২০১৬

দেশে উচ্চ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। প্রতিবছর শিক্ষার্থীদের একটি বড় অংশ ভর্তি হচ্ছে এ’সব বিশ্ববিদ্যালয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আসনের অভাব এবং সেশন জট না থাকাই এর কারণ বলে জানালেন শিক্ষার্থীরা। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, আধুনিক ও মানসম্মত শিক্ষার জন্যই শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছে। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা কমাতে ১৯৯২ সালে দেশে যাত্রা শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসেব মতে, চট্টগ্রামে সাউদার্ন ইউনিভার্সিটি, বেগম গুল চেমন আরা ট্রাস্ট ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইউনিভার্সিটিসহ ৭টি বিশ্ববিদ্যালয় বর্তমানে তাদের একাডেমিক কার্যক্রম চালাচ্ছে। এ’সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বেশ ব্যয়বহুল হলেও, সময় কম লাগার কারণে প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে। শিক্ষার্থীরা বলছে, শ্রেণীকক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার তরুণদের আকৃষ্ট করছে। সনাতনী শিক্ষা কাঠামোর পরিবর্তে প্রতিবছর সময়পোযাগী সিলেবাস প্রণয়ন, স্কলারশিপ সুবিধা এবং সময় কম লাগায় শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, ভর্তির আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মানের ব্যাপারে খোঁজখবর নেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি