ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দুর্নীতির অভিযোগে ইউজিসি সচিব ওএসডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে দায়িত্ব থেকে অব্যাহতি (ওএসডি) দেয়া হয়েছে।

মঙ্গলবার ইউজিসির পূর্ণ কমিশনের ১৫৬তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসি চেয়ারম্যানের কী-পারসোনাল সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। 

জানা যায়, সচিব মো. খালেদের মেয়ে ইউজিসির সহকারী পরিচালক পদে পরীক্ষায় অংশ নেন। মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও কমিশনকে না জানিয়ে খালেদ নিয়োগ কমিটিতে দায়িত্ব পালন করেন।

এ ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সচিবের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া যায়। পরিপ্রেক্ষিতে তাকে ওএসডি করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি