ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ভিড়

প্রকাশিত : ১৮:২২, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২২, ১৪ ডিসেম্বর ২০১৬

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদিনই রায়ের বাজার বধ্যভূমিতে ভিড় জমায় হাজারো মানুষ। ভারাক্রান্ত হৃদয় আর ভালোবাসায় স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। স্বাধীনতার মাত্র ২ দিন বাকি থাকতে এদেশীয় দোষর ও পাক হানাদার বাহিনীর হাতে প্রাণ দিতে হয়েছিল বাংলার সূর্য সন্তানদের। একটি সদ্য স্বাধীন দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদন্ড ভেঙ্গে দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। রায়ের বাজারের বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে তাদের পরম শ্রদ্ধায় স্বরণ করলো বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তরুণ প্রজন্ম মনে করে আত্বত্যাগী সেইসব বীরদের স্বপ্নের বাংলাদেশ নতুন মাত্রা পাবে এই প্রজন্মের হাতে। গড়ে উঠবে এক নতুন বাংলাদেশ। রায়ের বাজার ঘুরে এসে রিপোর্ট করছেন আদিত্য মামুন। জাতির আলোকবর্তি বীর শহীদরা প্রেরণা হয়ে আছেন বাঙ্গালীর চেতণায়-মমনে। ৭১‘র এই দিনে দেশের তরে অকাতরে প্রাণ দেয়া বুদ্ধিজীবীদের স্বরণে রায়ের বাজারের স্মৃতিস্তম্ভে এসেছে তরুণ প্রজন্ম। তাদের চোখে শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন কোরে বাংলাদেশ গড়ার প্রত্যয়। কোমলমতি এই শিশুরা বাবার হাতে ধরে এসেছে শ্রদ্ধা জানাতে। জানছে মুক্তিযুদ্ধের ইতিহাস, জানছে শহীদদের বীরত্ব গাঁথা। যাদের চেতনা ধারণ করে আজকের বাংলাদেশ, সেইসব আত্বত্যাগী সূর্য সন্তানদের প্রতি গভীর সমবেদনা সাথে নিয়ে এইসব তরুণরা শোনাচ্ছেন সমৃদ্ধ বাংলা গড়ার ভাবনা। পাক-হানাদারদের প্রতি ঘৃনা-ধীক্কার জানানোর পাশাপাশি বর্তমান বাংলাদেশ বিশ্ব দরবারে আলো ছড়াবে বলেও মনে করে তারা। দেশকে মেধাশূণ্য করার এই হীন উদ্দেশ্য সত্ত্বেও ভেঙ্গে পড়েনি বাংলাদেশ, বরং ন্যাক্কারজনক এই ঘটনা নতুন ভাবে উদ্দীপ্ত করছে আগামীর প্রজন্মকে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি