ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

সীমান্ত যেন সন্ত্রাসীর আশ্রয়স্থল হয়ে উঠতে না পারে নজরদারি রাখতে একমত বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী

প্রকাশিত : ১৮:১৩, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৩, ১৮ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ-ভারত সীমান্ত যেন কোন সন্ত্রাসী বাহিনীর আশ্রয়স্থল হয়ে উঠতে না পারে, সেব্যাপারে সতর্ক নজরদারি রাখতে একমত হয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। শনিবার রাঙামাটির বরকল সীমান্তে ছোট হরিণা ব্যাটালিয়নে বিজিবি ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আশরাফুল ইসলাম। অন্যদিকে, ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ আইজল, মিজোরাম সেক্টরের ব্রিগেডিয়ার ইউপিএস পাঠানিয়া।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি