ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

নারী-পুরুষের সমানভাবে উন্নত করার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রকাশিত : ১৫:২২, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:২২, ৮ মার্চ ২০১৬

ধর্মের নামে কাউকে পেছনে ঠেলে না দিয়ে নারী-পুরুষের সমানভাবে উন্নত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধানমন্ত্রী কারোর মুখাপেক্ষি না হয়ে আপন যোগ্যতায় নারীদের নিজের পায়ের ওপর দাঁড়িয়ে মর্যাদা আদায় করার কথাও বলেছেন। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের আন্তর্জাতিক নারী দিবসের আয়োজনে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নন, অনুষ্ঠানের সকল বক্তা, এমনকি চারটি ধর্মগ্রন্থ থেকে পাঠের কাজটিও করেন নারীরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে, সব ধর্মের মধ্যে ইসলামেই নারীকে মর্যাদা দেয়ার উদাহরণ দিয়ে ইসলাম গ্রহনকারী এবং জিহাদে প্রথম শহীদ নারীর নাম উল্লেখ করেন। ধর্মের নামে কাউকে পেছনে ঠেলে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেত্রীসহ রাষ্ট্রের অনেক গুরুত্ব পদে নারী থাকায় বাংলাদেশের অনন্য অবস্থান তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার নারীর এগিয়ে চলার সুযোগ করে দিয়েছে। উন্নয়ন মোড়ল দেশগুলোও নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ার মত এগুতে পারেনি। প্রধানমন্ত্রী হাস্যজ্বল ভঙ্গিতে ভবিষ্যতে পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন করতে হতে পারে বলে উল্লেখ করলেও বাইরের কাজের পাশাপাশি সংসার সামলাতে নারীকে ভ’মিকা রাখার পরামর্শও দেন। যে রাধে সে চুলও বাঁধে- সে কথাটা ভুললে চলবে না। পরে দর্শকসারীতে বসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি