ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

এসপি হারুন অর রশীদকে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ৩ নভেম্বর ২০১৯ | আপডেট: ২১:১৪, ৩ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে বদলি করা হয়েছে। তাকে ঢাকার হেড কোয়ার্টারে পুলিশ সুপার টিআর হিসেবে বদলি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

হারুন অর রশীদকে গত বছরের ২ ডিসেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। তার আগে তিনি ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি