ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

এমপি লিটনের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬:১৩, ৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:২৯, ৪ জানুয়ারি ২০১৭

এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রংপুরে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে ছাত্র সমাজকে জঙ্গিবাদমুক্ত রাখতে শিক্ষক অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রংপুর বিভাগের আট জেলার তৃণমূল মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে আসে সম্প্রতি গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ার প্রসঙ্গ। দোষীদের দ্রত গ্রেফতার করে শাস্তি কার্যকরের নির্দেশ দেন তিনি। লিটনের নির্বাচনী এলাকায় ২০১৩ থেকে ১৫ সাল পর্র্যন্ত বিএনপি-জামায়াতের নৃশংসতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ওই এলকায় বিএনপি জামায়াতের নৃশংসতার শাস্তি এতোদিনেও কেন হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, জনবিরোধী কর্মকান্ড পরিচালনাকারীদের ক্ষমতায় আসার কোনো অধিকার নেই। এর আগে ভিডিও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টর ওয়াজেদ রিসার্চ এ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানে যাতে জঙ্গিবাদ ঢুকতে পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের এক হাজার আসনের একটি ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি