ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

স্বাভাবিক রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ৯ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাব পড়েনি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। এই নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না। তবে বাতাস ও বৃষ্ট হচ্ছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কোনো সমস্যা হচ্ছে না। এই নৌরুটে বর্তমান ৯টি  বড়, ৬টি ছোট  ও ২টি মাঝারী ফেরিসহ মোট ১৭টি ফেরি চলাচল করছে। 
বিআইডব্লিউটিএ আরিচা বন্দরের নৌ রিট্রা বিভাগের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এখন পর্যন্ত লঞ্চ চলাচলে বাধার মুখে পড়তে হয়নি। 

এআই/আরকে
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি