ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী

প্রকাশিত : ১৮:১৪, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৪, ৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রেলের সেবা বাড়াতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। হাটহাজারীর কাটিরহাট রেলওয়ে স্টেশনটি ভেঙে নতুন ভবন নির্মাণেরও ঘোষণা দেন মন্ত্রী। শনিবার বিকেলে ফটিকছড়ির মাঈজভান্ডার আহমদিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রেলমন্ত্রী। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ সালাম, ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের আমলে চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের কাজ শেষ হবে বলেও জানান মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি