ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে ভ্রমণে বিমানের নির্দেশনা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২৫ নভেম্বর ২০১৯

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ভ্রমনের বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বিমান। নিরাপত্তাজনিত কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ভ্রমনের জন্য বিমান এই নির্দেশনা জারি করা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরাপত্তাজনিত কারণে অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে এবং আন্তর্জাতিক রুটের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ১ (এক) ঘন্টা পূর্বে বোর্ডিং কার্ড ইস্যু (চেক ইন কাউন্টার) বন্ধ হচ্ছে।’

এছাড়া, সকল ক্ষেত্রেই নিরাপত্তা তল্লাশীর জন্য ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত: ২০ (বিশ) মিনিট পূর্বে বোর্ডিং গেটে যাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক। অন্যথায়, সংশ্লিষ্ট যাত্রীর যাত্রা ব্যাহত হবে।’

এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি