ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

৪৮ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বাইগাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য ৪৮ জন বীর মুক্তিযোদ্ধাকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে আগারগাঁও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জয়া বিজ্ঞানের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেয়া হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ  মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা পদক তুলে দেয়া হয়।

এ সময় স্বাগত বক্তব্য দেন বাইগামের মহাসচিব অধ্যাপক ড. এএসএম আতীকুর রহমান। সভাপতিত্ব করেন বাইগাম’র সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এ কে এমন শামছুল হক।

সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ারুল হক বলেন, বিজয়ের মাসে আমাদের সম্মাননা প্রদান করায় আমরা কৃতজ্ঞ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কাছে। আমরা চাই এই সম্মাননা যেন প্রতি বছর প্রদান করা হয়। এ সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনগুলোও যেন এমন উদ্যোগ গ্রহণ করে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি