ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বরিস জনসনকে শেখ হাসিনার অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ১৪ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৬:৩৬, ১৪ ডিসেম্বর ২০১৯

ব্রিটেনের নির্বাচনে কনজারভেটিভ দলের জয়ে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গতকাল শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নির্বাচনের ফলাফলকে দলটির নেতৃত্বের প্রতি যুক্তরাজ্যের জনগণের অসাধারণ আস্থা ও আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে শেখ হাসিনা বিবেচনা করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়- দৃঢ়তা, গণতন্ত্রের সাধারণ মূল্যবোধ, সহিষ্ণুতা, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাস মোকাবিলা ও সমৃদ্ধ অগ্রগতির ভিত্তিতে উভয় দেশের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়া বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যুক্তরাজ্য নিবিড়ভাবে জড়িত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যুক্তরাজ্য সরকার ও জনগণের সহযোগিতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে ২০১৮ সালে জনসনের বাংলাদেশ সফর ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা স্মরণ করে দুই দেশের মধ্যে বাণিজ্যসহ বিভিন্ন বিষয় উল্লেখ করেন তিনি।

২০২০ সালে অনুষ্ঠেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বরিস জনসনকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ব্রেক্সিটকে সামনে রেখে ব্রিটেনে গত বৃহস্পতিবার পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি বড় জয় পায়। নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৩৬৫টি, বিরোধী দল লেবার পার্টি ২০৩, স্কটিশ ন্যাশনাল পার্টি ৪৮, লিবারেল ডেমোক্র্যাটরা পায় ১১ আসন। এছাড়া আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) ৮টি আসনে জয়ী হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, এবার এককভাবে সরকার গঠন করবে কনজারভেটিভ পার্টি।  

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি