ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ভারতের ক্রিকেটার পার্থিব অজয় পাটেলের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৪৩, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৪৫, ৯ মার্চ ২০১৬

পার্থিব অজয় পাটেল। ভারতের ক্রিকেটার। বর্তমানে ঘরোয়া ক্রিকেট লিগে খেলছেন গুজরাট ও মুম্বাই ইন্ডিয়ান্স দলে। ১৯৮৫ সালে আজকের এই দিনে ভারতের গুজরাট শহরে জন্মগ্রহন করেন তিনি। দর্শক চলুন আজ পার্থিব অজয় পাটেলের জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। birthdayপুরো নাম পার্থিব অজয় পাটেল। তবে, সবার কাছে পাটেল নামেই বেশি পরিচিতি লাভ করেন এই বাহাতি ব্যাটসম্যান। ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ওয়ানডেতে ৩৮টি ম্যাচ খেলে রান করেছেন ৭৩৬। পাটেলের ওয়ানডেতে হাফ সেঞ্চুরি রয়েছে ৪টি আর সর্বোচ্চ রান করেন ৯৬। ভারতের জাতীয় দলের হয়ে ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্ব শেষ ম্যাচে মাঠে নামেন এই উইকেটরক্ষক। এরআগে, ২০০২ সালে প্রথম সাদা জার্সিতে মাঠে নামেন পাটেল। ৮ই আগস্ট মাত্র ১৭ বছর বয়সে প্রথম খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। টেস্ট ক্যারিয়ারে ২০টি ম্যাচ খেলে করেছেন ৬৮৩ রান। আর টি-টোয়েন্টিতে ৭৫টি ম্যাচ খেলে করেছেন ১২৭৩ রান। পাটেল ভারতের জাতীয় দলের পাশাপাশি খেলেছে ঘরোয়া ক্রিকেট লিগেও। ২০০৪ থেকে খেলে যাচ্ছেন গুজরাট দলে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আইপিএলে খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এছাড়া খেলেছেন ডেকেন চার্জাস, সানরাইজেস হার্দ্রাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আর ২০১৫ সাল থেকে এখনো খেলছেন মুম্বাই ইন্ডিয়ানস দলে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি