ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্প আলতাফ গোলন্দাজ আবাসনে ঠাঁই মিলেছে দরিদ্র ২শ’ পরিবারের

প্রকাশিত : ১০:২১, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:২১, ২৪ জানুয়ারি ২০১৭

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রের পাড়ে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্প আলতাফ গোলন্দাজ আবাসনে ঠাঁই মিলেছে দরিদ্র ২শ’ পরিবারের। সরকারি ব্যবস্থাপনায় থাকার ঘর পেয়ে খুশি অসহায় মানুষেরা। প্রকল্পের আওতায় তাদের জন্য কৃষি খামার ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাসহ কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান স্থানীয় সংসদ সদস্য। টাঙ্গাব ইউনিয়নের দাওয়াধর গ্রামের গৃহহীন দরিদ্র ৮০ বছরের, বিধবা নিয়াজ বানু। ভিক্ষার আয়েই চলে জীবন। থাকতেন অন্যের বাড়িতে। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্পের আওতায় এখানে ঠাঁই মিলেছে তার। ঘর পেয়ে দারুণ খুশি অসহায় এ বৃদ্ধা। শুধু নিয়াজবানুই নন, আশ্রয়ন প্রকল্পে ঠাঁই মিলেছে দরিদ্র ও গৃহহীন প্রায় ২শ’ পরিবারের। ঘরের সামনে আছে কৃষি খামার করার মতো খালি জায়গাও। খোলামেলা পরিবেশে সরকারি ব্যবস্থাপনায় থাকতে পেরে খুশি তারা। ১০ একর জমিতে ২টি প্লটে এ আবাসন প্রকল্পে গৃহহীনরাই ঠাঁই পেয়েছে, বলছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি আশ্রয়ন প্রকল্প উদ্বোধন করে প্রকল্প এলাকায় কৃষি খামার, বিদ্যালয়, কমিউনিটি সেন্টার স্থাপনসহ কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। সরকারের সফলতা ও গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করায় খুশি এলাকাবাসীও।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি