ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে লোপাট হওয়া সব টাকাই ফেরত আনা হবে- বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২০:০৪, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ২০:৫৯, ৯ মার্চ ২০১৬

মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে লোপাট হওয়া সব টাকাই ফেরত আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রযুক্তিগত ও আইনি সব প্রক্রিয়া খতিয়ে দেখে, মামলার সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছে এ সংস্থা। তবে এ ঘটনায় তাদের কোন কর্মকর্তার জড়িত থাকা বা কারো পাসপোর্ট জব্দ করার বিষয়ে স্পষ্ট জবাব দেয়নি বাংলাদেশ ব্যাংক। bbবুধবার সব বানিজ্যক ব্যাংকের প্রধান নির্বাহী ও প্রধান তথ্য-প্রযুক্তি কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকিং খাতের সাইবার নিরপত্তা নিয়ে বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। তবে গোটা বৈঠকেই বার বার ঘুরে ফিরে আলোচনায় এসেছে মার্কিন ফেডারেল ব্যাংক থেকে সম্প্রতি খোয়া যাওয়া প্রায় আটশো কোটি টাকা নিয়ে। এ ঘটনাকে এখনো হ্যাকিং বলেই উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থমন্ত্রী এরই মধ্যে ফেডারেল ব্যাংকের বিরুদ্ধে মামলার কথা বললেও খানিকটা ভিন্ন মত তাদের। স্পষ্ট জবাব নেই কেন্দ্রীয় ব্যাংকের কারো সংশ্লিষ্টতার বিষয়ে। তদন্ত শেষ হওয়ার আগে মুখ খুলতে নারাজ বিশ্বব্যাংক থেকে আসা আইটি বিশেষজ্ঞ রাকেশ আস্তানাও। শ্রিলঙ্কায় যাওয়া বিশ মিলিয়ন ডলার সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় এরই মধ্যে ফেরত এসেছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি