ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

ভারতের মাটিতে টেস্ট খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেকের পর টাইগারদের এটাই প্রথম ভারত সফর। এই সিরিজে একটি মাত্রই টেস্ট খেলবে। ৯ ফেব্র“য়ারী টেস্ট ম্যাচের আগে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ ও পরিবেশে মানিয়ে নিতে ক’দিন আগেই ঢাকা ছাড়ে মুশফিক বাহিনী। ১৭ বছরে ভারতের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। সময়ের কারণেই স্বাগতিকদের বিপক্ষে একটিমাত্রই টেস্ট খেলবে সাকিব-তামিমরা। হায়দরাবাদে আগে পৌছালেও প্রথম দুইদিন বিশ্রাম নেওয়ার কথা রয়েছে টাইগারদের। তবে, চাইলে ঐচ্ছিক অনুশীলনও করতে পারে তারা। দলে খেলার সুযোগ পেলে এই সিরিজে জয় দিয়েই স্বরণীয় করে রাখতে আশাবাদি ব্যাটসম্যান সৌম্য সরকার। ৫ ফেব্র“য়ারী সেচুন্দেরাবাদের জিমখানা গ্রাউন্ডে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালি হলেও এ সফরে দারুণ কিছু বোলিং স্পেল করে স্বরণীয় করে রাখতে তাসকিন আহমেদ। আর নিজেদের সেরাটুকু দিয়ে খেলতে পারলে জয় সম্ভব বলেও মনে করছেন মেহেদী হাসান মিরাজ। ৯ ফেব্র“য়ারী হায়দরাবাদের রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ঐতিহাসিক এই টেস্ট।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি