ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

৩৬৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ

প্রকাশিত : ০৯:১৯, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:১৯, ১২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

হায়দ্রাবাদে একমাত্র টেস্টে স্বাগতিক ভারতের চেয়ে ৩৬৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ফলো অন এড়াতে এখনো ১৬৫ রান প্রয়োজন মুশফিকদের । ৬ উইকেটে ৩২২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ । ভারতের চেয়ে এখনো ৩৬৫ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। মুশফিক ৮১ ও ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা মেহেদি হাসান মিরাজ অপরাজিত আছেন ৫১ রানে। এরআগে, ঋদ্ধিমান সাহার অপরাজিত সেঞ্চুরিরতে ৬ উইকেটে ৬৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি