যত্রতত্র ভাবে পাথর ভাঙ্গায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার পাথরভাঙ্গা শ্রমিকরা
প্রকাশিত : ০৯:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৭
যত্রতত্র ভাবে পাথর ভাঙ্গায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার পাথরভাঙ্গা শ্রমিকরা। ভাঙ্গা পাথরের ধূলা শরীরে ঢুকে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এ’ অবস্থায় মালিক-শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পাথরভাঙ্গা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথরভাঙ্গা শিল্পের সাথে জড়িত প্রায় ৫০ হাজার শ্রমিক। নদী ও ভূগর্ভ থেকে তোলা শিলা-পাথর, আর আমদানী করা পাথর মেশিনে ভেঙ্গে নির্মাণকাজে ব্যবহারের উপযোগী করেন তারা।
তবে, পাথর চূর্ণ করার সময় যে ধূলো ছড়িয়ে পড়ে, তা থেকে স্বাস্থ্যঝুঁকির বিষয়ে কিছুই জানেন না শ্রমিকরা। সচেতনতা না থাকায় মুখে মাস্কের ব্যবহারও নেই। দীর্ঘদিন এভাবে কাজ করে অনেকেই শ্বাসকষ্ট ও ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন।
পাথরভাঙ্গা শিল্পে কাজ করা শ্রমিকের বেশিরভাগই নারী। কম পারিশ্রমিকে তাদের দিয়ে কাজ চালানো হলেও, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কোন উদ্যোগ নেই মালিকদের।
শ্রমিকদের জন্য মাস্কের ব্যবস্থা রাখাসহ পাথরভাঙ্গা শিল্পে আরো নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
পাথরভাঙ্গা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ চায় এলাকাবাসীও।
আরও পড়ুন










