ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রাজধানীর পাঁচটি হাসপাতালে নৌবাহিনীর চিকিৎসা সামগ্রী প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ১৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে করোনা মোকাবেলায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও সোহরাওয়ার্দীসহ রাজধানীর পাঁচটি হাসপাতালে বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে। অন্যান্য হাসপাতালগুলোর মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং আমর্ড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজিতে এসব সামগ্রী প্রদান করা হয়। 

আজ রবিবার নৌবাহিনীর পক্ষ থেকে এসকল হাসপাতাল ও ল্যাবে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়।

করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে রাজধানীর এসকল হাসপাতালে ১৪০০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ৫৬০০ পিস মাস্ক, ৪৩০০ সেট গ্লাভস, ৭০০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ৫০০০ পিস স্যু প্রোটেকশান ডিস্পে›সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী
প্রদান করা হয়।

উল্লেখ্য, নৌবাহিনী দেশব্যাপী সংক্রমিত করোনা ভাইরাস মোকাবেলায় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার দ্বায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত জীবাণুনাশক ঔষধ ছিটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তাছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম পরিহার করে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি