বিডিআর বিদ্রোহের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীদের খুঁজে বের করতে সরকার কাজ করছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১৫:২১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
বিডিআর বিদ্রোহের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীদের খুঁজে বের করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ’কথা বলেন। এছাড়া, বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধিসহ উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা। উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও।
শুনশান নীরবতা চারদিকে; জাতির শ্রেষ্ঠ সন্তানেরা শুয়ে আছেন বনানীর এই সামরিক কবরস্থানে। ২০০৯ সালের ২৫ ফেব্র“য়ারি তৎকালীন বিডিআর এর কিছু বিপথগামী সদস্যের হাতে প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তা। তাদের স্মরণে সমাধিতে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান।
রাষ্ট্রপতির পক্ষে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীরবিক্রম ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফুলেল শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানগণও। সবশেষে শ্রদ্ধা জানান, স্বরাষ্ট্র সচিব কামাল আহমেদ, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
এক মিনিট নীরবতা আর শহীদদের স্মরণে দোয়ার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।
এরপর শহীদদের সমাধিতে আসেন স্বজনেরা। আপনজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। স্বজন হারানোর বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠে তাদের কণ্ঠ।
পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতিতে সন্তোষ জানান নিহতদের স্বজনরা। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীদের খুঁজে বের করতেও কাজ করছে সরকার।
বিজিবি প্রধান বলেন, অতীত ভুলে আরো সুসংহত হয়ে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে বিজিবি।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানও শ্রদ্ধা জানিয়েছেন শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে।
আরও পড়ুন