
২৮শে মার্চ নির্ধারিত সময়েই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে, পেছানোর কোন সম্ভাবনা নেই। এমনটাই জানালেন, জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জন্য জায়গা নির্বাচন করতে গিয়ে চরকালিবাড়িতে একথা জানান তিনি। সৈয়দ আশরাফ বলেছেন, উন্নত অনেক দেশের মতো ব্রহ্মপুত্র নদের দুই পাড়েও শহর গড়ে তোলা হবে। এজন্য প্রয়োজনে একাধিক সেতু নির্মাণ করা হবে। এর আগে চর ঈশ্বরদিয়া গ্রামের ব্রহ্মপুত্র বেড়িবাধ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।