ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

ইনস্টাগ্রামে এল আর্কাইভ ফিচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১২:৫৯, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

‘আর্কাইভ’ নামের একটি ফিচার চালু করেছে ফেইসবুক মালিকানাধীন ইনস্টাগ্রাম। ব্যক্তিগতভাবে আগে শেয়ার করা ছবি দেখাতে ফটো-শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট-এর ‘মেমোরিজ’-এর মতো  কাজ করবে এই অ্যাপ।  

ইনস্টাগ্রাম আশা করছে, এই ফিচার ব্যবহারকারীদের তাদের ছবি মুছে দেওয়া থেকে বিরত রাখবে ও কিছু ছবি শেয়ার তাদের জন্য আরও সহজ করবে।

বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, “আপনি কী তা আপনার প্রোফাইল থেকে প্রকাশ পায় আর এটি সময়ের সঙ্গে বদলায়। আর্কাইভ ফিচারের মাধ্যমে আপনি আগের মূহুর্তগুলো ধরে রাখার সঙ্গে নিজের মতো করে প্রোফাইল সাজানোর সুযোগ পাবেন।”

এই ফিচার কোনো ব্যবহারকারীকে তার প্লাটফর্মে আগে শেয়ার করেছেন এমন পোস্ট না মুছে লুকিয়ে ফেলার সুযোগ দেবে। এই পোস্টগুলো আর্কাইভ সেকশনে সরিয়ে দিলে এগুলো শুধু ব্যবহারকারী নিজেই দেখতে পাবেন।

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ‘আর্কাইভ’ ফিচারটির সঙ্গে ২০১৬ সালে স্ন্যাপচ্যাটে আনা ‘মেমোরিজ’ ফিচারের সাদৃশ্য রয়েছে।

স্ন্যাপচ্যাটের ফিচার নকল করাটা নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য আরও কয়েকটি মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের ফিচার নকল করেছে বলে অভিযোগ উঠেছে। আর ফেইসবুক এবং ইনস্টাগ্রাম এর আগেও এটির বেশ কিছু ফিচার নকল করেছে।

সম্প্রতি স্ন্যাপচ্যাট-এর স্টোরিজ ফিচার নকল করে ফেইসবুক। পরবর্তীতে স্ন্যাপচ্যাট-এর ‘সিক্রেট চ্যাট’ ফিচার নকল করে ভাইবার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি