ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

এক চার্জেই স্মার্টফোন চলবে ২৯ দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২১ জুলাই ২০১৭ | আপডেট: ১১:০৪, ২৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

দেশের বাজারে সবচেয়ে বেশি মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির একটি ফোন এক চার্জেই চলবে ২৯ দিন। পাশাপাশি এই ফোন থেকে একসঙ্গে তিনটি ফোনে চার্জ দেওয়া যাবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিগো মোবাইল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাড়ে ৭ হাজার মিলি-অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারির ফোনটির নাম দেওয়া হয়েছে পাওয়ার হাউজ। এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যায়। ভ্রমণ পিপাসুরা লম্বা সফরে এই ফোনটি সঙ্গে নিতে পারেন।

জরুরি প্রয়োজনে ফোনটির এসওএস ফিচারের মাধ্যমে পূর্ব নির্ধারিত পাঁচজন ব্যক্তির কাছে স্বয়ংক্রিয় ফোন ও এসএমএস চলে যাবে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি