ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মাইক্রোসফটের নতুন উইন্ডোজে কী পরিবর্তন আনা হল?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৬ অক্টোবর ২০২১

মাইক্রোসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উইন্ডোজ ১১ চালু করা হয়েছে। যারা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন তারা বিনামূল্যে নতুন এই ভার্সনটিতে আপগ্রেড করতে পারবেন।

নতুন ভার্সনটি ব্যবহারকারীদের জন্য 'পরিচ্ছন্ন এবং সহজ' করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে উইন্ডোজের প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস পানে।

তিনি আরও বলেন, "প্রযুক্তি সম্পর্কে সবচেয়ে কম জানা মানুষেরাও সহজে নতুন এই সিস্টেমে আপগ্রেড করতে পারবেন।" 

বিশেষজ্ঞ ব্যবহারকারীরা এরই মধ্যে উইন্ডোজ ইনসাইডার ট্রায়াল প্রোগ্রাম ব্যবহার করে নতুন অপারেটিং সিস্টেমটি পরীক্ষা করেছেন এবং কোনও সমস্যা পাননি বলেও জানান তিনি। 

বলেন, "সিস্টেমটি এখন আপগ্রেডের জন্য সম্পূর্ণ তৈরি।"

নতুন ভার্সনে যা যা আছে:

উইন্ডোজ ১১-এর নকশায় সুনির্দিষ্ট পরিবর্তন আনা হয়েছে। টাস্কবারের একেবারে কেন্দ্রে ডিফল্ট আকারে থাকবে স্টার্ট মেন্যু। পাশাপাশি থাকবে অন্যান্য আইকন।

স্টার্ট বাটনে ক্লিক করলে, এটি বারবার ব্যবহৃত অ্যাপসগুলো সম্বলিত একটি মেন্যু সামনে নিয়ে আসবে।

কিছু ক্ষেত্রে এটা স্মার্টফোনের অ্যাপ মেন্যু কিংবা লঞ্চারের মত মনে হতে পারে।

উইন্ডোজ ১০-এর স্টার্ট মেন্যুতে যে 'টাইলস' রয়েছে, নতুন অপারেটিং সিস্টেম থেকে সেটি বাদ দিয়েছে মাইক্রোসফট।

উইন্ডোজ ১১ তৈরির ক্ষেত্রে মানুষ কীভাবে কম্পিউটার ব্যবহার করে সেই বিষয়টা বিবেচনায় রাখা হয়েছে।

পুরো সিস্টেমজুড়ে গোলাকার কোনসমৃদ্ধ নকশা করা হয়েছে। এটির মেন্যু এবং ফোল্ডার দেখার ব্যবস্থাও সহজ করা হয়েছে।

উইন্ডোগুলোকে সাজানো এবং গ্রিডে ভাগ করার অপশনটি নতুন ও আরও উন্নত।

২০০৭ সালের উইন্ডোজ ভিস্তার গুরুত্বপূর্ণ একটি ফিচার উইজেট ফিরিয়ে আনা হয়েছে উইন্ডোজ ১১।

ইন্টারফেস ও নকশার পরিবর্তন ছাড়া আরও কিছু পরিবর্তন আনা হয়েছে উইন্ডোজ ১১-তে।

সূত্র: বিবিসি নিউজ
এমএম/


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি