ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

ফেইসবুকে ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ১৪ এপ্রিল ২০২২

অ্যাপে ফিড স্ক্রোল করা শুরু করলেই ভিডিও নিজে থেকেই চলতে শুরু করে। ফলে অকারণে ফোনের ডেটা নষ্ট হতে থাকে। ওয়াইফাই এর মাধ্যমে এই ফিচার ব্যবহার করলে কোন সমস্যা না হলেও মোবাইল ডেটা গ্রাহকদের সারা দিনের অনেকটা ডেটা এই অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিম করে নষ্ট হয়ে যেতে পারে। তবে আপনি না চাইলে খুব সহজে ফেইজবুক অ্যাপে ভিডিও অটো প্লে বন্ধ করে দেওয়া সম্ভব।

অটোপ্লে কেন বন্ধ রাখা দরকার?

Whatsapp অটোপ্লে বন্ধ থাকলে ডেটা খরচ কমানো সম্ভব। এছাড়াও এমন কোনও পরিস্থিতিতে হয়তো আপনি রয়েছেন যেখানে নীরবতা বজায় রাখা দরকার। অটোপ্লে বন্ধ রাখলে সেক্ষেত্রে কোনও সমস্যা হয় না।

ব্রাউজার থেকে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধের উপায়

>ব্রাউজারে Facebook.com ওয়েবসাইট ওপেন করে নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন।
>হোম পেজে ডান দিকে উপরে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন।
>এবার Settings and Privacy অপশন বেছে নিন। এর পরে সিলেক্ট করুন Settings।
>এর পরে বাঁ দিকে মেনু থেকে Videos অপশন সিলেক্ট করে নিন। এখানে Video Autoplay অপশন বন্ধ করে দিন।

iOS অ্যাপ থেকে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধের উপায়

>Facebook অ্যাপ ওপেন করুন।
>স্ক্রিনের নীচে মেনু বাটন সিলেক্ট করুন।
>এবার Settings and Privacy অপশন বেছে নিন।
>এর পরে সিলেক্ট করুন Settings।
>এবার Media snd Contacts অপশন দেখতে পাবেন।
>Videos and Photos অপশন বেছে নিন।
>এখানে Autoplay অপশন বন্ধ করে দিন।

Android অ্যাপ থেকে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধের উপায়

>Facebook অ্যাপ ওপেন করে স্ক্রিনের ডান দিকে উপরে মেনু বাটন সিলেক্ট করুন।
>এবার Settings and Privacy অপশন বেছে নিন।
>এর পরে সিলেক্ট করুন Settings।
>স্ক্রোল ডাউন করার পরে Media and Contacts অপশন দেখতে পাবেন।
>এই অপশন সিলেক্ট করার পরে Autoplay অপশন সিলেক্ট করে Never অপশন বেছে নিন।
>এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি Facebook এ অটোপ্লে বন্ধ করতে পারেন।

সূত্র: এই সময়
এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি