ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

অক্সফোর্ডে পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন মালালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১১:৩৯, ১৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পাকিস্তানের নারী শিক্ষা অধিকার আন্দোলনের কর্মী এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন।

মালালা বিশ্ববিদ্যালয়টিতে ‘পলিটিকস, ফিলোসফি অ্যান্ড ইকোনমিকসে’ পড়ার সুযোগ পেয়েছেন। এর আগে তিনি অক্সফোর্ডে এ বিষয়ে পড়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অক্সফোর্ডে এ বিষয়েই অধ্যয়ন করেছিলেন।

মালালা টুইটারে এক প্রতিক্রিয়ায় জানান, অক্সফোর্ডে যাওয়ার জন্য আমি অত্যন্ত উচ্ছ্বসিত।

উল্লেখ্য, পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে। তিনি ২০১৪ সালে মাত্র ১৭ বছল বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি