ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

অতীতের গল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:১০, ২৬ এপ্রিল ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

অতীত হলো জীবনের উৎসভূমি
অতীত পরিত্যাক্ত বজ্রের গন্ধ
অনুকূল্যের কাছে অতীত পরিত্যাজ্য
চেতনা ও উন্মত্তার কাছে অতীত মৃত।


তবুও, অতীত হেঁটে চলে পথ,
প্রজন্ম খুঁজে নিখুঁত অতীতের ব্যাখ্যা
সকল অতীতের প্রতি সহানুভূতি জাগে
অতীতে জন্ম নেয় মন্দবৃক্ষ
ক্রুশের বৃক্ষ, প্রশংসা-ঘৃনা-স্মৃতির বৃক্ষ।


অতীত নৌকায় যাত্রা করে
অতীত যাত্রা করে দৈবের নৌকায় চড়ে
অতীতের কোলাহল রসালো হয়ে উঠে
অতীতে অবসাদ-ক্লান্তি শুয়ে থাকে
গভীর ঘুমেও পড়ে থাকে তৃষ্ণা মৃত্যু
অতীতে আত্মার সিঁড়ি একটি দীর্ঘপথ
অতীত বহুদূর সমুদ্রপাড়ে
অতীত বহুদূর মধ্যপ্রাচ্যে
অতীত বহুদূর বাসা ও কর্নিশে
অতীত বহুদূর পার্কে ও শপিংমলে
অতীত একটি জঘণ্য দানব
অতীত ধূর্ত, চতূরের মতো।
অতীতে মন্দের অভাব নেই
অতীত হয়ে উঠুক জগতের সত্য
শপথ করে বলছি অতীতের সন্ধান করি আমি প্রতিনিয়ত।।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি