ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অনস্ক্রিন চুমুতে রাজি না হওয়ায় কাজ হারালেন অভিনেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ২২:২৮, ১৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বেশ রোমান্টিক দৃশ্য। অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে শট নিতে হবে। চুম্বন করতে হবে তাঁকে। আর এতেই আপত্তি তুলেছিল নাবালিকা অভিনেত্রী। এমন দৃশ্যে অভিনয়ে আপত্তি রয়েছে তার মায়ের। প্রযোজকদের সে বার্তা জানিয়ে দিয়েছিলেন তিনি। ঘটনার জেরে কাজই হারাতে হল জান্নাত জুবেইর রহমানিকে।

জান্নাত ছোটবেলা থেকেই টেলিভিশনে অভিনয় করছেন। একাধিক সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। সেই সুবাদেই মাত্র ষোলো বছর বয়সেই হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ সে। কালার্স টিভির জনপ্রিয় সিরিয়াল ‘তু আশিকি’-তে নায়িকা পংক্তি শর্মার চরিত্রে অভিনয় করছিলেন। বিপরীতে ঋত্বিক অরোরা। শোনা গিয়েছে, একটি দৃশ্যের চিত্রনাট্য অনুযায়ী ঋত্বিকের গালে চুম্বন করতে বলা হয় জান্নাতকে। কিন্তু এতে আপত্তি জানান তিনি।

এমন দৃশ্যে সায় ছিল না জান্নাতের মায়েরও। তিনিই প্রযোজকদের দৃশ্যটি বাদ দিতে বলেন। এরপরই নাকি জান্নাতকে মুখ্য চরিত্র থেকে সরে যেতে বলা হয়। যদিও জান্নাতের মায়ের দাবি, তখন কিছু না বলেই দৃশ্যটি বাদ দিতে রাজি হয়েছিলেন প্রযোজকরা।

সিরিয়ালটি যৌথভাবে প্রযোজনা করছেন মহেশ ভাট ও গুরুদেব ভল্লা। শোনা যাচ্ছে, নতুন নায়িকার খোঁজে ব্যস্ত তাঁরা। ইতিমধ্যেই তিনজনের নাম উঠে এসেছে। ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ হেলি শাহর কাছে অফার গিয়েছিল। তবে ডেট সমস্যার জন্য নাকি প্রস্তাব খারিজ করে দিয়েছেন হেলি।

‘সাথ নিভানা সাথিয়া’-র তানিয়া শর্মাকেও নাকি পংক্তির চরিত্র অফার করা হয়েছিল। তবে ভাগ্যে সু’প্রসন্ন হতে পারে বঙ্গতনয়া পূজা বন্দ্যোপাধ্যায়ের। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে নাকি ইতিমধ্যেই কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। সদ্য বিয়ে করেছেন অভিনেতা কুণাল বর্মাকে। মধুচন্দ্রিমা পর্বও সারা। খুব শিগগিরিই ‘তু আশিকি’ টিমের সঙ্গে শুটিং শুরু করে দেবেন বাঙালি অভিনেত্রী। এই সিরিয়ালের মাধ্যমেই পূজা নতুন করে শুরু করবেন নিজের হিন্দি সিরিয়ালের সফর।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি