অপরাজেয় বাংলার স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালিদ আর নেই
প্রকাশিত : ১২:৩৭, ২১ মে ২০১৭ | আপডেট: ১৪:১৪, ২১ মে ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের ভাস্কর্য অপরাজেয় বাংলার স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালিদ আর নেই। শনিবার রাত পৌনে বারোটায় রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ফুসফুসজণিত জটিলতায় ভুগছিলেন এই ভাষ্কর। আজ চারুকলা ইন্সটিটিউট ও অপরাজেয় বাংলার সামনে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
দীর্ঘদিন ডায়াবেটিস আর শ্বাসকষ্টে ভুগে শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রখ্যাত ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ।
১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মুক্তিযুদ্ধের স্মারক অপরাজেয় বাংলা নির্মাণকাজ শুরু করেন সৈয়দ আবদুল্লাহ খালিদ। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর মৌলবাদের বিরোধিতার কারণে নির্মাণকাজ বিলম্ব হয়। পরে ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর নির্মাণ শেষে উদ্বোধন করা হয় অপরাজেয় বাংলার।
পিতার মৃত্যুতে আবেগাপ্লুত সন্তান হয়ে পড়েন স্মৃতিকাতর।
শেষ শ্রদ্ধা জানাতে শিল্পীর মরদেহ নেওয়া হবে চারুকলা ও অপরাজেয় বাংলার সামনে।
সৈয়দ আবদুল্লাহ খালিদের অমর সৃষ্টির মধ্যে টেলিভিশন কেন্দ্রের সামনে আবহমান বাংলা, বাংলাদেশ ব্যাংকের প্রধান দপ্তরে টেরাকোটা, অঙ্কুর, ডলফিন, মা ও শিশু উল্লেখযোগ্য।
আরও পড়ুন