ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

অপসারণ ইস্যুতে মুখ খুললেন ব্যানন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ১৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্টের মুখ্য কৌশল (স্ট্র্যাটেজিক চিফ) প্রণেতা স্টিভ ব্যানন অপসারণের শিকার হওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন অপসারণ ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে নয়, তাঁর পক্ষেই লড়াই করবেন

সাক্ষাৎকার দেওয়ার সময় ব্যানন বেশ উত্তেজিত ছিলেন বলে জানিয়েছেন ব্লুমবার্গের সাংবাদিক জসুয়া গ্রিন।

স্টিভ ব্যানন উগ্র রক্ষণশীল রাজনৈতিক সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান-এর দায়িত্ব ছেড়ে ট্রাম্প প্রশাসনের মুখ্য কৌশল প্রণেতা হয়েছিলেন। ব্যানন ব্লুমবার্গকে জানিয়েছেন, ট্রাম্প তার শত্রুদের বিরুদ্ধে লড়াই করছেন। মার্কিন প্রেসিডেন্টের শত্রুদের বিরুদ্ধে তার হয়ে লড়াই করব।

ব্লুমবার্গ বিজনেস উইকের সাংবাদিক জসুয়া গ্রিনকে ব্যানন বলেন, ‘আপনাদের মনে যদি কোনও সংশয় থেকে থাকে, সেটা পরিষ্কার করি। আমি হোয়াইট হাইস ছাড়ছি তবে ক্যাপিটাল হিল, সংবাদমাধ্যম এবং কর্পোরেট আমেরিকায় থাকা ট্রাম্পবিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছি।

গত নভেম্বরে নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ভূমিকা রেখেছে স্টিভ ব্যানন-এর ওয়েবসাইট ব্রাইটবার্ট। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল- এনএসসি) থেকে ব্যাননকে অপসারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শুক্রবার হোয়াইট হাউজের মুখ্য কৌশল প্রণেতার পদ থেকে স্টিভ ব্যাননকে সরিয়ে দেওয়ার খবরটি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারা হুক্যাবি স্যান্ডার্স।

 

আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি