ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অবশেষে ইউএনও’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৫৫, ২৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহার করা হয়েছে।

রোববার বাদী বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদুল্লাহ নিজেই প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অমিত কুমার দে আবেদনটি মঞ্জুর করে মামলা খারিজ করে দেন।

মামলায় হাজিরের দিন আজ রোববার ধার্য ছিল। তবে এ দিন মামলা প্রত্যাহারের আবেদন করেন বাদী নিজেই। তিনি কেন মামলা প্রত্যাহারের আবেদন করেছেন এমন প্রশ্নের উত্তরে ওবায়েদুল্লা সাজু বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হওয়ায় মামলা প্রত্যাহারের আবেদন করেছি।

মামলা প্রত্যাহারের আবেদনের শুনানির সময় ইউএনও তারিক সালমন আদালতে উপস্থিত ছিলেন না। তবে এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এজলাস কক্ষে উপস্থিত ছিলেন।

গত ৭ জুন ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে আদালতে মামলা করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদুল্লাহ সাজু। মামলার আরজিতে অভিযোগ করা হয়, আগৈলঝাড়া উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্কিৃত করে ছাপা হয়েছে। বঙ্গবন্ধুর বিকৃত ছবি দেখে মর্মাহত হয়ে তিনি পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি