ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

অবশেষে ব্রেক্সিট বিল পাশ

প্রকাশিত : ০৯:২৪, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ০৯:২৪, ১৪ মার্চ ২০১৭

দীর্ঘ আইনি লড়াইয়ের পর, অবশেষে  ব্রেক্সিট বিলটি পাশ করেছে ব্রিটেনের পালর্আমেন্ট। ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে যুক্তরাজ্যের এখন আর কোনো বাধা রইলো না। যুক্তরাজ্যের উচ্চ কক্ষ হাউস অফ লর্ডস-এ সকল সদস্যের উপস্থিতিতে পাশ হয়। এর মাধ্যমে ব্রিটিশ সরকার আর্টিকেল ৫০ এর ব্যবহার করতে পারবে।  রানীর সম্মতি পেলে বিলটি মঙ্গলবারই আইনে পরিণত হবে বলে ধারনা করা হচ্ছে। এ বিল পাশ হবার পর হতাশা ছড়িয়ে পড়েছে দেশটিতে বসবাসকারী ইইউ-এর ৩০ লাখ নাগরিকের মাঝে। তবে, তাদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে আন্তরিক থাকার কথা জানিয়েছে সরকার। উল্লেখ্য, ইইউ এর পক্ষে থাকা না থাকার প্রশ্নে  গেল জুনে ব্রিটেনজুড়ে গণভোট অনুষ্ঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশরা বিচ্ছেদ বা ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি