অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি (ভিডিও)
প্রকাশিত : ১২:২৭, ২ জুন ২০১৯ | আপডেট: ১৩:৫৮, ২ জুন ২০১৯

অবশেষে গত কয়েকদিনের তীব্র তাপমাত্রার পরিসমাপ্তি ঘটিয়ে বৃষ্টি ঝরল রাজধানীতে। ভোর রাত থেকেই আকাশ মেঘলা, কোন কোন স্থানে বৃষ্টিও হয়েছে। তবে বেলা ১১টার পর পুরো নগরী জুড়ে বৃষ্টির দেখা মেলে। এতে কিছুটা স্বস্তি পেলেন নগরবাসী।
কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, সেই সঙ্গে রমজান মাস, দীর্ঘ খরতাপে অতিষ্ঠ হয়ে পড়েছিল নগরবাসী। আজ বৃষ্টির পর তারা ফিরে পেল সাময়িক স্বস্তি। এ সময় বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকায় এবং হালকা বাতাসও বয়ে যায়।
আবহাওয়া অধিদফতর দেশের বিভিন্ন অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
গতকাল শনিবার আবহাওয়া অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এর উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একারণে পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরসমূহকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঢাকা এখন অনেকটা ফাঁকা। তাই বৃষ্টিতে সড়কগুলো আরও বেশি শান্ত মনে হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে সকালে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে আবারও ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার (২ জুন) সকাল ৯টা ২০ মিনিট থেকে এই রুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় ১০ টা ১৫ মিনিট থেকে আবার লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআেইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানালেন, ‘ঘাটে অপেক্ষমান গাড়ির সংখ্যা কম। শুধু ছোট (ব্যক্তিগত) গাড়ির চাপ একটু বেশি। পাটুরিয়া ঘাটে বর্তমানে ২৫০টির মতো ছোট গাড়ি, ৪০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস ও অর্ধশত পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে।’
এসএ/
আরও পড়ুন