ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অবশেষে সামনে এল আলিয়ার মা হওয়ার সম্ভাব্য তারিখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ২৯ অক্টোবর ২০২২ | আপডেট: ০৯:২২, ২৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

খবর বলছে নভেম্বরের শেষেই আসবে আলিয়া-রণবীরের সন্তান। হয়তো দিদি শাহিনের জন্মদিনের পরেও সন্তানের জন্ম দিতে পারেন অভিনেত্রী। 

বলিউড খুশির জোয়ারে ভরে গিয়েছিল আলিয়া ভাট আর রণবীর কাপুরের বাচ্চা হওয়ার খবরে। এপ্রিলে বিয়ে করা দম্পতি জুন মাসেই মা-বাবা হতে চলার খবর দিয়েছিলেন। সেইসময় দেখা গিয়েছিল ইউএসজি করাতে গিয়েছেন হবু মা, স্ক্রিনে দেখছেন ভ্রূন। আর পাশে বসে রণবীরের চোখেমুখেও খুশির ছাপ। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে নভেম্বরের ২০ থেকে ২২ তারিখের মধ্যেই পৃথিবীর আলো দেখবে আলিয়া-রণবীরের সন্তান।

আলিয়ার দিদি শাহিনের জন্মদিন ২৮ নভেম্বর। হতে পারে ওই দিনেই সন্তানকে জন্ম দিতে পারেন আলিয়া, ঠিক যেমন করেছিলেন সলমনের বোন অর্পিতা। ভাইয়ের জন্মদিনের দিনই মেয়ের জন্ম দিয়েছিলেন। 

খবর রয়েছে দক্ষিণ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন মহেশ ভাট-কন্যা। উল্লেখ্য, এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। 

আপতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন আলিয়া। হয়ে গিয়েছে সাধের অনুষ্ঠানও। দুই মা, অর্থাৎ নীতু আর সোনি রাজদান খুব যত্ন করে খাইয়েছিলেন হবু মা-কে। 

তবে আলিয়ার মা হওয়ার খবরে বিতর্ক কম হয়নি। যেমন এপ্রিলে বিয়ে হয়ে জুনেই মা হওয়ার খবর শেয়ার করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি বিয়ের আগেই অন্তসত্ত্বা ছিলেন তিনি? কারণ বেশ ত়ড়িঘড়ি করেই সারা হয়েছিল বিয়ের সব আয়োজন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি