অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে সাবিরা নাজমুল মুন্নির মতবিনিময়
প্রকাশিত : ২২:০৫, ১০ ডিসেম্বর ২০২৫
যশোর-০২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের বিজয় নিশ্চিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।
বুধবার (১০ ডিসেম্বর) উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সাইদ।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ঝিকরগাছা উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান ফাউন্ডেশনের সিনিয়র সহ- সভাপতি শেখ জামশেদ আলী, সিনিয়র ওরেন্ট অফিসার (অবঃ) জয়নাল হোসেন, মুনায়েম হোসেন ,ফিরোজ আলী, শফিক খান, সার্জেন্ট এমদাদ আলী, সার্জেন্ট ইউসুফ আলী, এটিএসআর আয়ুব আলী, এএসআই আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সাবিরা নাজমুল মুন্নি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
এমআর//
আরও পড়ুন










