ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জঙ্গি সমস্যার সমাধান সম্ভব: ফখরুল

প্রকাশিত : ১৫:০৬, ১৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০৬, ১৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জঙ্গি সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ফখরুল বলেন, জঙ্গিবাদকে বাংলাদেশের মানুষ কখনো প্রশয় দেবে না। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, গনতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে বিএনপিকে নির্বাচনের অংশ নেয়ার সুযোগ করে দেওয়ারও দাবি জানান তিনি। পরিবেশ সৃষ্টি হলে বিএনপি নির্বাচনে যাবে বলেও মন্তব্য করেন ফখরুল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি