ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

অবৈধ সংযোগে চুরি হচ্ছে গ্যাস (ভিডিও)

প্রকাশিত : ১৬:৩৫, ২৩ মার্চ ২০১৯

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে চিন্তিত হয়ে পড়েছেন গ্রাহকরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা গেলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। একুশের অনুসদ্ধানে বেরিয়ে এসেছে ঢাকা ও এর আশেপাশে অবৈধ সংযোগে চুরি হয়ে যাচ্ছে গ্যাস। স্থানীয় প্রভাবশালী ও তিতাসের অসাধূ কর্মকর্তা কর্মচারিরাই এর পেছনে আছে। 

সাশ্রয়ী দামে জ্বালানি চাহিদা পূরণ হওয়ায় অনেকটা স্বস্তিতেই ছিলেন গ্রাহকরা। কিন্তু গত কয়েক বছরে অন্তত চার ধাপে গ্যাসের দাম বাড়ানোয় গ্রাহকদের সামর্থ্যরে বাইরে চলে যাচ্ছে। নতুন প্রস্তাবে দুই বার্নার চুলার দাম ৮৫০ থেকে ১২০০শ আর এক বার্নরের দাম ৮০০ থেকে ১০০০ টাকা হবে।

শিল্পকারখানায় গ্যাস চুরি এবং অনিয়ন্ত্রিত ব্যবহার, দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কোন উদ্যোগ নেই।

প্রসাশনের নাগের ডগায় বসে রাজধানীর কামরাঙ্গীর চরে শত শত কারখানায় এভাবেই অবৈধভাবে গ্যাস ব্যবহার। দিন রাত বিভিন্ন কারখানায় অবাধে মটরের সাহায্যে গ্যাস টেনে ব্যবহার করছেন বিভিন্ন কারখানা মালিক। তবে ব্যবহারের অনুমোদন আছে কিনা? এমন প্রশ্নে রেগে যান মালিকরা।

নারায়নঞ্জ বন্দর, সোনারগাসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও গ্রামের পর গ্রামে অবৈধভাগে গ্যাস ব্যবহার  হচ্ছে।

ঢাকার নন্দিপাড়া, শেখের জায়গা, মানিকদিয়াসহ অন্তত ১৫ থেকে ২০টি গ্রামে মাইলের পর মাইল রয়েছে অবৈধ গ্যাসের সংযোগ।

তবে, সিস্টেম লস ও দুর্নীতি বন্ধ করা গেলে গ্যাসের দাম বাড়ানোর দরকার হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

আবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ  নানা অসংগতির বিষয়ে জানতে আমরা যাই তিতাসের কার্যলয়ে কিন্তু কথা বলতে রাাজি হননি কেউই।

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি গ্যাসের স্বাভাবিক প্রবাহ ঠিক রেখে দাম সহনীয় করার দাবী সাধারণ মানুষের।  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি