ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

অভিনেত্রী অনামিকার শারীরিক অবস্থার অবনতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ২৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেত্রী অনামিকা সাহা। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এরই মধ্যে হঠাৎ তার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে এই অভিনেত্রী কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন সূত্রে এ কথা জানা গেছে। এতে আরও জানা যায়, আনামিকা সাহার শারীরিক অবস্থা গুরুতর। এখন কৃত্রিমভাবে তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।  

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতি মিনিটে ১৫ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে বর্ষীয়ান এ অভিনেত্রীকে। তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।

আনামিকা সাহা কয়েক দিন আগে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান। জানিয়েছিলেন হাসপাতালে ভর্তি হওয়ার খবরও।

নব্বই দশকের কমার্শিয়াল বাংলা সিনেমার অবিচ্ছেদ্য অংশ অনামিকা সাহা। অসংখ্য হিট সিনেমায় শাশুড়ি অথবা মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন তিনি। অধিকাংশ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। মূলত ভারতীয় বাংলা সিনেমার ‘লেডি ডন’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি