ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক দুই ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০:০১, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০১, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চলতি অর্থবছরে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক দুই ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রবৃদ্ধির জন্য দিকনির্দেশনা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই প্রত্যাশার কথা জানান। অর্থমন্ত্রী আরো বলেন, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলগুলোর কার্যক্রম শুরু হলে দেশের অগ্রগতি আরো ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র অনিসুল হক ও এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদসহ দেশ- বিদেশের অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি