ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

‘অল অ্যাবাউট তানজিনা তিশা’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ২৫ অক্টোবর ২০১৭

তানজিন তিশা। অভিনয়, মডেলিং এবং টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করে সুনাম কুড়িয়েছেন এরইমধ্যে। তিনি টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ইতিমধ্যে দর্শকদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন। ইউ-টার্ন নাটকে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার এর সেরা নবীন তারকা নির্বাচিত হন।

ফ্যাশন শুট ও র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী এর পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহন করার মাধ্যমে। এটি তাঁর ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। এছাড়া তিশা ২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিশার অভিনীত এই গানটি ব্যপক জনপ্রিয়তা অর্জন করে।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ‘অল অ্যাবাউট তানজিন তিশা’  নামে একটি ভিডিও আপলোড করেছেন তিশা। ভিডিওতে তাঁর ফটোশুট দেখানো হয়। এছাড়া নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিশা।

তিশার মডেলিং ও অভিনয় জগতে আসার পেছনে তাঁর মায়ের অবদান সবচেয়ে বেশি বলে ভিডিওতে জানান তিনি। তিশা বলেন, ‘আমি আজকে এখানে বসে আছি এটা শুধু আমার মায়ের জন্য।’

তবে ক্যারিয়ারের শুরুর দিকে তিশার বাবা তাঁকে সমর্থন দেননি। প্রায় দুই বছর তাঁর সঙ্গে নাকি ঠিকমতো কথাও বলতেন না তিনি।

এ বিষয়ে তিশা বলেন, ‘আব্বু জাস্ট এসব হেইট করত। কিন্তু আব্বু যখন দেখেছে তাঁর মেয়ে সম্মান রেখে মিডিয়ায় কাজ করছে, ভালো ভালো কাজ করছে। তাঁর কলিগদের কাছ থেকে আমার ও আমার কাজ সম্পর্কে ভালো কিছু শুনছে, তখন আব্বুর আচরণ একদম বদলে যায়। আব্বু এখন টিভিতে আমার শো দেখে, নাটক দেখে। মায়ের সমর্থন তো ছিলই, আবার বাবার না থেকে হ্যাঁ হওয়া, এই বিষয়টাও আমাকে কাজ করতে অনেক অনুপ্রাণিত করেছে।’

নতুন এই ভিডিও নিয়ে তিশা বলেন, ‘এটা খুব মজা নিয়ে আমি করেছি। আমরা তো পোর্টফোলিওর জন্য ফটোশুট করে থাকি। আমি ভাবলাম, পোর্টফোলিওর সঙ্গে নিজের কিছু কথাবার্তা থাকলে ভালো হয়। তবে এই কাজটা করার ধারণা অন্য আরেকজনের কাছ থেকে আমি পেয়েছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা করব।’

 

‘অল অ্যাবাউট তানজিন তিশা’ দেখতে ক্লিক করুন :

https://www.youtube.com/watch?v=mskI2GRyCLc

 

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি