ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ার সাথে অর্থনৈতিক চুক্তি স্থগিত করলো চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ৬ মে ২০২১

Ekushey Television Ltd.

চীন পাল্টা পদক্ষেপ হিসেবে অস্ট্রেলিয়ার সাথে অর্থনৈতিক চুক্তি স্থগিত করেছে। এর আগে অস্ট্রেলিয়া বেল্ট এন্ড রোড ইনফ্রাসট্রাকচার চুক্তি বাতিল করে।

চীনের ন্যাশনাল ডেভলপমেন্ট এন্ড রিফর্ম কমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, অষ্ট্রেলীয় সরকারের বর্তমান আচরণের ওপর ভিত্তি করে দ্য চায়না অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক ইকোনমিক ডায়ালগ চুক্তিটি প্রত্যাহার করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই কাঠামোর আওতায় বেইজিং অনির্দিষ্টকালের জন্য চুক্তির সকল কার্যক্রম স্থগিত করবে।

গত মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার বেইজিং ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মধ্যে করা বেল্ট এন্ড রোড চুক্তি বাতিল করে। এছাড়া চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া বলেছে, তারা ডারউইন পোর্টের ওপর চীনা কোম্পানীর ৯৯ বছরের লিজের বিষয়টি পর্যালোচনা করছে এবং তা বাতিলও করা হতে পারে।

এ ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চীন বলেছে, এ কারণে ইতোমধ্যে দুদেশের ভঙ্গুর হওয়া সম্পর্ক আরো সংকটের মুখে পড়বে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি