ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্ত্র ও পর্ণগ্রাফি মামলার আসামিসহ দেশে ফিরল ৭ যুবক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫০, ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন অস্ত্র ও পর্ণগ্রাফি মামলার এক আসামিসহ বাংলাদেশি ৭ যুবক।

শনিবার (২৬ এপ্রিল) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। 

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা যুবকরা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার যাদবপুর গ্রামের ছুরোত আলীর ছেলে রবিউল ইসলাম (৩৩), একই উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের আলমগীর কবিরের ছেলে আলামিন হোসেন (২০), ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীননগর উপজেলার আব্দুল রাজার ছেলে ফয়সাল (৩৭), বরিশাল জেলার কলাবাড়িয়া গ্রামের মনিন্দ্রনাথ মজুমদারের ছেলে মিন্টু বড়ই (৪০), মাদারীপুর জেলার সদর উপজেলার রাজর গ্রামের খালেক মাতব্বারের ছেলে এনায়েত মাতব্বার (৩১), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আলম খলিফার ছেলে রিপন খলিফা (৪১) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার শুকতারা গ্রামের রেজাউল শেখের ছেলে শহিদুল শেখ (৩৫)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ভালো কাজের আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধ পথে পাসপোর্ট-ভিসা ছাড়া ২০২২ সালে ৪ মার্চ অবৈধপথে ভারতে যান। এরপর ভারতের মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চলে কৃষিকাজসহ অন্যান্য কাজ করার সময় ওই বছরের ২৬ ডিসেম্বর সেখানকার পুলিশ আটক করে তাদের আদালতে পাঠায়। 

আদালত তাদের ৩ বছর ৪ মাস সাজা দেয়। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে শনিবার রাতে তারা দেশে ফেরেন।

এর মধ্যে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় দায়েরকৃত দুই মামলার আসামি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ফয়সাল (৩৭) রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও পর্ণগ্রাফির দুটি মামলা রয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে মামলাকৃত থানায় হস্তান্তর করা হবে। 

বাকী ৬ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে পৌঁছে দিতে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি