অ্যাভেঞ্জার্স: এন্ডগেম দেখতে উপচে পড়া ভীড়
প্রকাশিত : ২১:৩২, ২৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:৪৯, ২৮ এপ্রিল ২০১৯

মার্ভেলের বিশাল যজ্ঞ অ্যাভেঞ্জার্স: এন্ডগেম বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আজ। মার্ভেলের সুপার হিরো সিরিজের এটা ২২ নম্বর ছবি। অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন মুভি নিয়ে রাজধানীতে সিনেমাপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। এই ছবি মুক্তি উপলক্ষে ক’দিন আগে, সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসে আয়োজন হয়েছিল ছবির প্রিমিয়ার। এখানে কিছু আগাম পর্যালোচনার বরাতে বলা হয় পুরো ফ্র্যাঞ্চাইজির মধ্যে এন্ডগেমই সেরা ছবি।
এই দাবির পক্ষে সত্যিকার কিছু রিভিউ হাতের নাগালেই আছে: বিস্ময়করভাবে রটেন টমেটো ওয়েবসাইট জানাচ্ছে, এই ছবির রেটিং ৯৭ শতাংশ, ওয়েবসাইট সংক্ষেপে এ ছবি সম্পর্কে বলছে: টানটান উত্তেজনাময়, উপভোগ্য ও আবেগপূর্ণ ও বিস্ময়কর।
আমেরিকার অন্যান্য সংবাদ মাধ্যম অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ছবি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে।
গার্ডিয়ানের পিটার ব্র্যাডশ: দারুণ দৃশ্যায়ন, অপ্রতিরোধ্য তবে কমেডিহীন, খুবই সিরিয়াস আর কৃত্রিম সৃষ্টি যেহেতু সে দৃষ্টিকোণ থেকে সেরা এবং উপভোগ্য।
শিকাগো ট্রিবিউনের মাইকেল ফিলিপস: মার্ভেলের নতুন এ ছবি সরাসরি বুকে গেঁথে যায়, মাথায় না। বেশ উপভোগ্য দৈর্ঘ্যের মধ্যে চোখে জল এনে দেয় বিদায়দৃশ্যে।
হলিউড রিপোর্টারের টড ম্যাকার্থি: আগের মার্ভেল ছবিগুলোর মতো সন্দেহ, আফসোস এবং অনিশ্চয়তার ব্যাপারগুলো কম, কাহিনী নিজের মতো এগিয়ে গেছে। অন্য ছবিগুলোর মতোই প্রচুর ঘাত-প্রতিঘাতে ভরপুর।
এই ছবির মুক্তি পাওয়ার পর তরুণদের মধ্যে সাড়া পরেছে। বসুন্ধরা স্টার সিনে কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, অ্যাভেঞ্জার্স দেখতে সিনেমা প্রেমীদের উপচে পড়া ভীড় দেখা গেছে।
অ্যাভেঞ্জার্স দেখতে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, আমি গত দশ বছর ধরে এই সিরিজের মুভি দেখি। আমাদের ভেতরে এই সিরিজের জন্য এক অন্যরকম ভালোলাগা কাজ করে।
আরেক শিক্ষার্থী রাফিউর রহমান বলেন, অ্যাভেঞ্জার্স সিরিজের মুভিগুলো দেখলে আমাদের ভেতরে কাল্পনিক শক্তি এবং রহস্য এবং একশন যেকোনো মানুষকে পুলকিত করবে। কেননা এই সিরিজের ছবিগুলো সবাইকে এক অন্য ধরণের আনন্দ দিয়ে থাকে।
কেআই/