ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ প্রথমদিনেই ১৬৯ মিলিয়ন ডলার আয়

প্রকাশিত : ২৩:২২, ২৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:৪৯, ২৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। অ্যান্থনি রুশো ও জো রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে ১৬৯ মিলিয়ন ডলার আয়  করে রেকর্ড গড়েছে। যা ইতোমধ্যে সাড়া ফেলেছে। মার্ভেলের সুপার হিরো সিরিজের এটা ২২ নম্বর ছবি।

অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন মুভি নিয়ে রাজধানীতে সিনেমাপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। এই ছবি মুক্তি উপলক্ষে ক’দিন আগে, সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসে আয়োজন হয়েছিল ছবির প্রিমিয়ার। এখানে কিছু আগাম পর্যালোচনায় বলা হয়েছে পুরো ফ্র্যাঞ্চাইজির মধ্যে এন্ডগেমই সেরা ছবি।

এই দাবির পক্ষে সত্যিকার কিছু রিভিউ হাতের নাগালেই আছে: বিস্ময়করভাবে রটেন টমেটো ওয়েবসাইট জানাচ্ছে, এই ছবির রেটিং ৯৭ শতাংশ, ওয়েবসাইট সংক্ষেপে এ ছবি সম্পর্কে বলছে: টানটান উত্তেজনাময়, উপভোগ্য ও আবেগপূর্ণ ও বিস্ময়কর।

জানা গেছে, ৬০৮টি স্ক্রিনে ৯৩ মিলিয়ন আয় করে আইম্যাক্সে নতুন রেকর্ড গড়েছে এই সিনেমাটি। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’র বক্স অফিস কালেকশনকেও পেছনে ফেলে দেওয়ার পথে এই সিনেমা। মুক্তির পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নিয়ে বাংলাদেশি সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) ছুটির দিনে এই মুভি দেখতে হাজারও সিনেমাপ্রেমী ভিড় জমিয়েছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। অনেকে এসে টিকেট না পেয়ে ফিরে গেছে। আবার অনেকে পরবর্তী শো দেখতে আগাম টিকেট সংগ্রহ করতে দেখা যায়।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রবার্ট ডাউন জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফালো, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার, ব্রি লারসন, ডন শিডল, পল রুড, জশ ব্রোলিনসহ অনেকে।

এই ছবি যখন বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের উচ্ছ্বাসে ভাসিয়েছে ঠিক তখনি হতাশার খবর হচ্ছে মুক্তির আগেই ভারতে ফাঁস হয়ে গেছে সিনেমাটি। পাইরেসি সাইট তামিলরকার্স অনলাইনে ফাঁস করেছে পুরো সিনেমা। টরেন্টের বিভিন্ন সাইটে ডাউনলোডও করা যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। এই ঘটনায় রীতিমতো দুঃখ প্রকাশ করেছেন স্টুডিও কর্মকর্তা কেভিন ফেজ।

এ প্রসঙ্গে ফেজ বলেন, এটা নিন্দনীয় একটা কাজ হয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকের যে পরিমাণ উচ্ছ্বাস আমি দেখেছি, সেটা আনন্দের। তাই বলবো ঘরে বসে সিনেমাটি দেখবেন না। নিজের অভিজ্ঞতাকে নষ্ট করবেন না। প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখুন।

ফিল্ম অ্যানালিস্ট গিরিশ জোহর বলেন, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ অনেক দিন থাকবে প্রেক্ষাগৃহে। সমস্ত ভারত মিলিয়ে প্রথম দিনে প্রায় ৫০ কোটির ব্যবসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, ভারতে রজনীকান্তের ছবি নিয়ে যে উন্মাদনা দেখা যায়, এই সিনেমার ক্ষেত্রেও তেমনই আশা করা যাচ্ছে। কারণ সিনেমা হল মালিকরা ভোর রাতেও সিনেমাটির শো রেখেছেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি