ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

আইন অনুযায়ী নূরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ২২ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৯:১৪, ২২ সেপ্টেম্বর ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, মামলার তদন্ত করছে পুলিশ। সব আমাদের নলেজে রয়েছে। যেভাবে অ্যাড্রেস করা দরকার পুলিশ সেভাবেই তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির একজন ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে ভিপি নূরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে নূরকে গ্রেফতার করা হয়। পরে তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে নূরের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। নতুন করা এই মামলাটিতে ছয় জনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে নুরুল হক নূর তিন নম্বর আসামী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি