ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৪৯, ১৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৪৯, ১৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগই দেশের মানুষের কল্যাণে কাজ করে। সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তাঁতী লীগের সম্মেলনে যোগদেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। পরে প্রধানমন্ত্রী তার ভাষণে দেশীয় পন্যের অগ্রযাত্রায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগই জনগণের উন্নয়ন করে। সারাদেশে সরকারের উন্নয়ন চিত্র দেশবাসীর কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা। বিষয় ভিত্তিক সংগঠনগুলোকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি