ঢাকা, সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫

আকাশমণির পঞ্চম কাব্যগ্রন্থ ‘প্রতিটি অপেক্ষার ভোর হয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:২৯, ৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

একুশে বইমেলা ২০২৬-এ প্রতিভা প্রকাশ প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে কবি আকাশমণির পঞ্চম কাব্যগ্রন্থ "প্রতিটি অপেক্ষার ভোর হয়"।

কাব্যগ্রন্থটি মানুষের অভিজ্ঞতা, অনুভূতি ও বেঁচে থাকার লড়াইকে ফুটিয়ে তুলেছে। আকাশমণির কবিতায় কখনও প্রেমের উষ্ণতা, কখনও সামাজিক ক্ষতচিহ্ন, আবার কখনও রাষ্ট্র-সমাজের বেদনা ও মানবিকতার অবনতি পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে।

কবি তার কাব্যজগতে মানব-মনের অন্তরঙ্গ ও গোপন কক্ষগুলোকে সাহসী ভাষায় প্রকাশ করেছেন। প্রেম, একাকিত্ব, প্রতিবাদ এবং বেদনার মিলিত অনুভূতি বইজুড়ে লক্ষ্য করা যায়। তিনি বিশ্বাস করেন, “প্রতিটি অপেক্ষারই একদিন ভোর হয়।” এই ভোর প্রেমের আলো, সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস বা ক্ষতবিক্ষত সময়ের নতুন সূচনার প্রতীক।

আকাশমণির কলমকে সময়ের আয়নার মতো আখ্যায়িত করে পাঠক নিজের প্রতিচ্ছবি খুঁজে পাবে—কখনও পুড়ে যাওয়া, কখনও প্রেমে ডুবে থাকা, আবার কখনও অস্তিত্ব হারানোর ভঙ্গিতে। ভাষা কখনও রুদ্র, কখনও মায়াময়, কখনও নির্মম সত্যবাদী, যা পাঠকের হৃদয় স্পর্শ করে সমাজের আয়নাকে নতুনভাবে প্রতিফলিত করে।

এই কাব্যগ্রন্থ প্রেম, প্রতিবাদ, বেদনা ও মানবতার দিকে দৃষ্টি দেয়ার পাশাপাশি সমাজ ও জীবন নিয়ে প্রশ্ন তুলতে এবং উত্তর খুঁজতে পাঠককে প্ররোচিত করবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি